রাঙ্গামাটিতে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সভা

রাঙ্গামাটি

ওএমএস চাল বিক্রি নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না—-মোহাম্মদ মিজানুর রহমান

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নিম্ন আয়ের জনগোষ্ঠীর মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার থেকে পৌরসভা পর্যায়ে ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। সাধারণ মানুষ ও টিসিবির কার্ডধারীরা এ চাল সংগ্রহ করতে পারবে।

এ লক্ষে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদোগে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে শাস্যশস্য বিক্রয় সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩১ আগষ্ট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মো মিজানুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক্কানিজ জাহান বিন্দু সহ পৌর নয় ওয়ার্ডের কাউন্সিলর এবং ওএমএস ও টিসিবির ডিলারা এসময় উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশে কোন খাদ্য ঘাটতি নেই। সরকার অসাধু ব্যাবসায়ীদের লাগাম টেনে ধরতে এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখতে আগামীকাল কাল থেকে ওএমএস চাল বিক্রি শুরু হচ্ছে। তিনি বলেন প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন ২ মেট্রিক্স টন চাল বিক্রি করা হবে। তিনি বলেন কেউ চাল বিক্রি কার্যক্রম নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না।