\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি শহরের পৌরসভার সম্মুখে নুরজাহান বিল্ডিং থেকে ১৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি ১ নং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গতকাল সন্ধ্যায় এপিবিএন সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ নং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন রাঙ্গামাটির সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খাঁন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রকিব উল হাসান, এসআই তপন নাথ, এসআই অলি উল্লাহ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় জুয়ার বোর্ড থেকে ১৬ হাজার ২০০ টাকা ও বেশ কিছু জুয়ার সরঞ্জাম জব্ধ করা হয়।
১ নং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন রাঙ্গামাটি এসআই তপন নাথ জানান দীর্ঘদিন ধরে এই জুয়াড় আসর আমরা রেক করি। গতকাল সন্ধ্যায় এই জুয়ার আসর বসলে এপিবিএন সদস্যরা সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার সরঞ্জাম সহ ১৭ জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃতদের আটকের পর রাঙ্গামাটি এপিবিএন কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে মামলা দায়ের করে রাঙ্গামাটি কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।