\ নিজস্ব প্রতিবেদক \
অতিবৃষ্টি’ ও বারিবর্ষণে কারনে প্লাবিত ও বন্যা কবলিত ঘরবন্দী দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ। বরকল উপজেলার অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ সুভলং ইউনিয়ন, আইমাছড়া ইউনিয়ন, ভূষণছড়া ইউনিয়ন, বড় হরিণা ইউনিয়নের প্রায় ১ হাজার পরিমানের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
গতকাল বরকল উপজেলার প্রত্যোকটি ইউনিয়নের দরিদ্র মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সবির কুমার চাকমা।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম, বরকল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ডা: নজরুল ইসলাম, বরকল থানার ওসি তদন্ত মোঃ আরিফ, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশলীর ইঞ্জিনিয়ার রুসু খীসা, বড়হরিণা চেয়ারম্যান নিলাময় চাকমা, ৪ নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরকল উপজেলার সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশীদ মামুন, বরকল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দুলাল তালুকদার সহ অন্য্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, আলু, ডাল, লবন, পিয়াজ, তৈল।
এছাড়া বরকল উপজেলা দুর্গত মানুষের মাঝে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ১২ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।