পার্বত্য রাঙ্গামাটির জন্য একটি নৌ ফায়ার ষ্টেশন স্থাপনের জোর দাবী—রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ত্রাণ সহায়তা নিয়ে রিজার্ভ বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন রাঙ্গামাটি জেলা বিএনপি। আজ বিকালে রাঙ্গামারি রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজিব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জাসাস সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা মাহাবুবুর বাসেত অপু, সদর যুবদলের নেতা মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যে ক্ষতি হয়েছে তা পুরণ করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তারপরও আমরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। তাদের পাশে থেকে সাহস যোগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা হ্রদ বেষ্টিত এলাকায় এই খানে নৌ ফায়ার স্টেশন স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আছি। কিন্তু ভোটার বিহীন সরকার জনগনের কথা চিন্তা করে না বলে এখানে নৗ ফায়ার স্টেশন স্থাপন করছে না। তিনি অতি সত্ত্বর পার্বত্য রাঙ্গামাটির জন্য একটি নৌ ফায়ার ষ্টেশন স্থাপনের জোর দাবী জানান।