॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ এবং সংবাদ পাঠ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার ওসি মোঃ পারভেজ আলী, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।
কর্মশালায় আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ, সংবাদপাঠ, আবৃত্তি নির্মাণ বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের সিনিয়র ঘোষক শামীম আহমেদ, রাঙ্গামাটি বেতারের সিনিয়র ঘোষক শিখা ত্রিপুরা, সিনিয়র সংবাদ পাঠিকা দীপ্তি মজুমদার এবং বাচিক শিল্পী রওশন শরীফ তানি।
পরে বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে প্রশিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।