পার্বত্য দুর্গম এলাকার শিশুদের মানসিক বিকাশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সর্বাত্মক ভূমিকা রাখবে —- নিখিল কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য দুর্গম এলাকার শিশুদের মানসিক বিকাশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সর্বাত্মক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পাহাড়ের দুর্গমতাকে জয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাহাড়ের উন্নয়নের দায়িত্ব নিয়েছি। সকলের সহযোগিতা পেলে এই পাহাড়ের দুর্গমতাকে জয়করা সম্ভব। পাহাড়ের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সব সময় পাহাড়ের মানুষের কথা চিন্তা করে বলে মন্তব্য করেন চেয়ারম্যান।
বৃহস্পতিবার ১৯ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের রাঙ্গামাটি পার্বত্য জেলার মাঠ সংগঠকদের ০৩ দিন ব্যাপী “সুপারভিশন, মনিটরিং এবং রিপোটিং বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় টেকসই উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইসিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইয়াছিনুল হক, জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরা, আইসিডিপির কর্মকর্তা বিদ্যুৎ শংকর ত্রিপুরা,
প্রশিক্ষণ কর্মশালার আইসিডিপির বিভিন্ন পাড়া কেন্দ্রের মহিলা কর্মী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়।