রাজস্থলীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনী

রাঙ্গামাটি

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের ২৩ ইস্ট বেঙ্গলের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ইসলামপুর ঝাংপাডা ক্যাম্পে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণের প্যাকেট প্রতিটিতে ১০কেজি ওজনের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে ইসলামপুর ঝাংকা পাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সার্জেন মুস্তাফিজুর রহমান বলেন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মোঃ মিজানুল হক পি,এস সি’র নির্দেশনায় পাহাড়ে বসবাস করত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।