পানছড়িতে লোগাং উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন তিনি।
ছাত্রাবাস উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাত্তু মনি চাকমা, প্রধান শিক্ষক সুজিত প্রকাশ চাকমা প্রমুখ।
জানা যায়, লোগাং উচ্চ বিদ্যালয়ের জন্য নির্মিত ছাত্রাবাসটি জেলা প্রশাসনের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে নির্মিত দৃষ্টিনন্দন ছাত্রাবাসটি দেখে জেলা প্রশাসক সন্তুষ্টি প্রকাশ করেন। তিন কক্ষ বিশিষ্ট এই ছাত্রাবাস নির্মানে ব্যয় হয়েছে আট লক্ষ টাকা।
এসময় প্রধান শিক্ষক সুজিত প্রকাশ চাকমা জানান, জেলা প্রশাসকের দেয়া ছাত্রাবাসটি বিদ্যালয়ের জন্য একটি মাইলফলক।