রাঙ্গামাটির সীমান্তবর্তী দূর্গম বরকল হরিণায় বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি

বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যানে কাজ করাকেও দায়িত্ব মনে করে—–সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব
\ বরকল প্রতিনিধি \

রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম হরিণায় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে আর্থিক অনুদান, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে এসব অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি। তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যানে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোট হরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এসময় বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

স¤প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া এবং বড় হরিণা ইউনিয়নের মসজিদ-মাদ্রাসা মেরামতের জন্য সিমেন্ট-ঢেউটিন এবং অসহায় ক্ষতিগ্রস্থ বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। এলাকার দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ৩টি সেলাই মেশিন (ষ্ট্যান্ডসহ) এবং সোলার প্যানেল বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং স্থানীয় ছাত্রদের মনোবল উজ্জীবিত করার লক্ষ্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।