\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। ২৩ নভেম্বর রবিবার দুপুর দেড়টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। রোগী ও স্বজনদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা, সমস্যা নিয়ে কথা বলেন।
এসময় তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবরের সাথে কথা বলেন এবং রোগীদের স্বাস্থ্য সেবা বিষয়ক কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

