রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কল্যান সাথে রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর মতবিনিময় সভা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কল্যান সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সাথে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিথি ছিলেন রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জোবাইদা আক্তার, রাঙ্গামাটি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য্য সন্তান তাদের সম্মান জানানো আমাদের জন্য গর্বের। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দুয়ার সব সময় খোলা।

পরে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচছা জানান রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধারা।