বিএনপির হারানো পদ ফিরে পেয়ে ‘ঘরে’ ফিরলেন কাউন্সিলার হেলাল

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন তার বিএনপিতে তার পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক চিঠিতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাঙ্গামাটি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

হেলাল উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রিজার্ভ বাজার আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থীর পথ সভায় নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়ে দলীয় পদ হারান এই নেতা। হেলাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে আবারও ঘরে ফিরলেন তিনি।

চিঠিতে রুহুল কবির রিজভী হেলাল উদ্দিনের উদ্দেশ্যে লেখেন, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।’ হেলাল উদ্দিন এখন থেকে দলের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেছেন রিজভী।

এর আগে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে গীতাশ্রম মন্দিরের সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে পথসভা করে বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদার। এ পথসভায় আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান হেলাল উদ্দিন। সেই বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন।

এ ঘটনার পরদিন ৩০ ডিসেম্বর (শনিবার) এক চিঠিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট’ অভিযোগে হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় পদ হারানোর ১ বছর ১০ মাস পদ ঘরে ফিরলেন মো. হেলাল উদ্দিন।

পেশায় ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শহরের রিজার্ভ বাজারকেন্দ্রিক ব্যবসায়ী ‘নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি। এছাড়া তিনি রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং রাঙ্গামাটি পৌরসভার দুইবারের প্যানেল মেয়র। জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবেও বিএনপির রাজনীতিতে রিজার্ভ বাজারকেন্দ্রিক বরাবরই প্রভাবশালী হেলাল উদ্দিন। স্থানীয় বিএনপির রাজনীতিতে হেলাল উদ্দিন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর অনুসারী হিসেবে পরিচিত। তিনি রিজার্ভ বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হলেও রাঙ্গামাটি জেলার একজন তরুন সমাজ সেবক হিসাবে সকলের কাছে পরিচিত।