\ জুরাছড়ি প্রতিনিধি \
জেলার ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সমর্থনে জেলার জুরাছড়ি উপজেলার যক্ষাবাজারে সাপ্তাহিক হাটে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জুরাছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ পরবর্তী পথ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সুশোভন দেওয়ান আগা, বাবুল আলী, যুগ্ম সম্পাদক আলী বাবর,দেবোজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু,জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃপরেশ খীসা,শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু শিবলী শান্তি চাকমা,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃবাচ্চু মিয়া, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন,জেলা জাসাসের সাধারণ সম্পাদক পটন চাকমা সহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বত্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অগ্রযাত্রাকে পঙ্গু করে দিয়েছে। উন্নয়নের নামে তারা দেশের সম্পদ লুন্ঠন করেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমানে সারাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের কল্যাণে জনবান্ধব সরকার গঠনে ধানের শীষে ভোট প্রদানের জন্য তিনি সকলকে আহবান জানান।
পথসভায় অন্যান্য বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বিএনপির ভাবনা তুলে ধরেন।
পথ সভা শেষে স্থানীয় বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ ও গুণীজনদের সাথে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দেন দীপেন দেওয়ান।

