॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত (৩২-৩৭ ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত দেশের সমগ্র সরকারি কলেজগুলোতে ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হচ্ছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় প্রভাষক পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ ইউনিট তৃতীয় দিনের কর্মবিরতি পালন করে। এসময় কলেজের সর্বমোট ২৩ জন প্রভাষক ক্লাস নেওয়া, পরীক্ষায় কক্ষ দায়িত্ব পালনসহ সবধরনের দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন। ফলে পুরো কলেজের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়ে। কোন বিভাগেই ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ এবং ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা গ্রহণ থেকে আন্দোলনকারীরা বিরত ছিলেন।
ফলে কমিটিকে পরীক্ষা পরিচালনা করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক ধার করে এনে জোড়া-তালি দিয়ে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। আন্দোলনের কর্মসূচিতে শিক্ষকগণ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজে অবস্থান করেন। কিন্তু কোন প্রকার কার্যক্রম-এ অংশগ্রহণ করেননি।
আন্দোলনকারী শিক্ষকগণ বলেন, আমাদের দাবী মেনে নেয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
এই কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ।
উল্লেখ্য, জেলার আরো একটি সরকারি কলেজ রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। ফলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

