রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির মানববন্ধন

রাঙ্গামাটি

আগামী ২৭ নভেম্বরের মধ্যে রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভুমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচীর ঘোষণা

\ নিজস্ব প্রতিবেদক \

আগামী ২৭ নভেম্বরের মধ্যে বাজার ফান্ডের ভুমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পূর্বের ন্যায় চালু করা না হলে আগামী ৩০ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হবে। এর পরও যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি পুরো রাঙ্গামাটি জেলায় শাটডাউন, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচীর ঘোষনা করতে বাধ্য হবো বলে হুশিয়ার দিয়েছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এই কর্মসূচী ঘোষণা করেন কমিটির নেতৃবৃন্দরা।

মানববন্ধনে রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ন আহবায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, রাঙ্গামাটি চেম্বারের পরিচালক দীল বাহাদুর, জহির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম, অটোরিকসা চালক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মমতাজ মিয়া, ট্রাক চালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, কোন ধরনের সরকারি নিষেধাঞ্জা না থাকলেও রহস্যজনক কারনে ৬ বছর ধরে পার্বত্যাঞ্চলের বাজার ফান্ড এলাকায় ঋণ কার্যক্রম চালু করাসহ বাজার ফান্ডের ভুমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে অত্রাঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। তাই পাহাড়ের বাজার ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন রাখতে দ্রæত বাজার ফান্ডের ভুমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পূর্বের ন্যায় চালু করার আহবান জানান বক্তারা।