রাঙ্গামাটির লংগদুতে ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের মতবিনিময়

রাঙ্গামাটি
। লংগদু প্রতিনিধি। 
নির্বাচনের প্রাক্কালে রাঙ্গামাটির লংগদু উপজেলায় উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে  মতবিনিময় করছেন ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
১৬ নভেম্বর রবিবার মাইনীমুখ বাজারে  উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিঃসহ সভাপতি নাছির উদ্দীন চেয়ারম্যান, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিঃযুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান অবহেলিত লংগদু উপজেলাবাসীর সাথে সব সময়  থাকার দৃঢ় প্রতিজ্ঞা করেন।
এছাড়া লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্যুৎ, সড়ক, ব্রীজ- কার্ভাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে অতিদ্রুত  সময়ে মধ্যে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।