রাঙ্গামাটি ফাউন্ডেশনের বিশেষ সভা শনিবার প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের পরীক্ষা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি ফাউন্ডেশনের বিশেষ সভা গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নিশাত শারমিন সহ অন্যান্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় জানানো হয় আবেদন সমূহ পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে বাছাইকৃত বৈধ আবেদনকারীদের সংশ্লিষ্ট লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ে আগামী ১৫ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের (সংযুক্ত তালিকা মোতাবেক) প্রবেশপত্র এবং প্রয়োজনীয় সকল কাগজপত্রের মুলকপিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

লিখিত ও মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কণ্যাণ শাখা হতে সংগ্রহ করতে হবে।