রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মত নারী ডিসি মিজ নাজমা আশরাফী

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিজ নাজমা আশরাফীকে পার্বত্য জেলা রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োেগ দেওয়া হয়েছে। তিনি পার্বত্য জেলা রাঙামাটির ইতিহাসে প্রথম নারী জেলাপ্রশাসক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

গতকাল রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম উপ সচিব স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নি¤œবর্ণিত কর্মকর্তাগণের বদলী ও প্রদায়ন বিষয়ে এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।