রাঙ্গামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ অভিষেক

রাঙ্গামাটি

অতীতে সনাতন সম্প্রদায়ের ভোটকে একটি দল তাদের ভোট মনে করলেও তাদের উন্নয়নে কোন কাজই করেনি—- এ্যাডভোকেট দীপেন দেওয়ান

\ নিজস্ব প্রতিবেদক \

অতীতে সনাতন সম্প্রদায়ের ভোটকে একটি দল তাদের ভোট মনে করলেও তাদের উন্নয়নে কোন কাজই করেনি বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। তিনি বলেন আগামীতে সনাতনী সম্প্রদায়ের উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও উল্লেখ করেন।
৮ নভেম্বর শনিবার রাঙ্গামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি শ্রী রবীন্দ্র নাথ (মাস্টার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি নাসির চেয়ারম্যান, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, সাধারন সম্পাদক রনেল দেওয়ান।

সমিতির সাধারণ সম্পাদক রুপন শীল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

ছাড়া আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ফজরুর রশীদ সেলিম, রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
দীপেন দেওয়ান বলেন, সেলুনের কাজ কোন অসম্মানের কাজ নয়। তারা না থাকলে আমাদের নিজেদেরকে সাজাতেও পারতাম না। বর্তমানে সেলুন কাজে অনেক শিক্ষিত ছেলেরা আসছে। এই কাজ একটি শিল্প বলে আমরা ঘোষণা করতে চাই। সেলনু সমিতির কাজ কে ছোট করে না দেখে নিজেদের কাজ নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
আলোচনা সভার আগে রাঙ্গামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর কয়েক শত সদস্য উপস্থিতিতে নতুন কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়।