রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট–২০২৫ অনুষ্ঠিত

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে বর্ণাঢ্য “রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট– ২০২৫” ৮ নভেম্বর শনিবার রাঙ্গামাটি পলওয়েল পার্কে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ইউনিটি ফেস্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ‘রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট–২০২৫’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী মহোদয় বলেন, “পুনাক শুধুমাত্র পুলিশ পরিবারের কল্যাণে নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। পুনাক সদস্যরা তাঁদের আন্তরিকতা, মমতা ও সেবার মানসিকতা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। রাঙ্গামাটি পুনাক ইউনিটি ফেস্ট এই ঐক্য ও সৌহার্দ্যের বার্তাকেই আরও শক্তিশালী করেছে।”

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পুনাক সভানেত্রী মহোদয় বলেন, “রাঙ্গামাটি পুনাক সব সময় মানবিক উদ্যোগে সমাজের পাশে থেকেছে। আমাদের এই ইউনিটি ফেস্টের মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে সম্পর্ক, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করা। পুনাক সদস্যদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার ফলেই আজকের এই আয়োজন সফল হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশের নারী সদস্য ও তাঁদের পরিবার সমাজে যে ইতিবাচক ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুকরণীয়। পুনাকের প্রতিটি উদ্যোগ পুলিশ বাহিনীর মানবিক চেতনা ও সেবার মানসিকতাকে আরও উজ্জ্বল করে তোলে। রাঙ্গামাটিতে আজকের এই আয়োজন পুলিশ পরিবারের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।”

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে পুনাক সভানেত্রীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের স্মারক উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী মহোদয়সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ ও রাঙ্গামাটি পুনাক প্রদর্শনী বিক্রয় কেন্দ্র পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি পুনাক সদস্য ও রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যদের পরিবারবর্গের মাঝে সৌজন্য উপহার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।