\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গাামাটি জেলা পুলিশের উদ্যোগে নানান জাতিগোষ্ঠীর সহাবস্থানের অন্যতম বৈচিত্র্যময় জেলা পার্বত্য রাঙ্গামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সম্প্রীতির ফুটবল ম্যাচ।
রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সম্প্রীতির ফুটবল ম্যাচটি। উত্তেজনাপূর্ণ এই খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দল ৪-২ গোলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশংসা প্রকাশ করেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য রক্ষার লক্ষ্যেই এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

