রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন

রাঙ্গামাটি

শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে —মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটির জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় নব নির্মিত শহিদ মিনার উদ্বোধন এবং এর পবিত্রতা রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক উৎপল চাকমা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, শহিদ মিনার হচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। এটি শ্রদ্ধা এবং আবেগের একটি স্থান। শহিদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহিদদের রক্তের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তাঁদের আতœত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছি এবং মায়ের ভাষায় কথা বলতে পারছি। তাই এই বিদ্যালয়ে যে শহীদ মিনার হয়েছে সেই শহীদ মিনারে প্রতিবছর ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করতে পারবে। তাই এই শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে।