\ নিজস্ব প্রতিবেদক \
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
গতকাল তিনি রাঙ্গামাটি শহরের আকর্ষনীয় পূজা মন্ডপ শ্রী শ্রী গীতাশ্রম পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সুপার পুজা মন্ডপে উপস্থিত হলে পুজা কমিটির কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পুলিশ সুপার পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সহ-সভাপতি নন্দন দেবনাথ, শ্রী শ্রী গীতাশ্রম পুজা মন্ডপের সভাপতি রকি দেবনাথ, সাধারণ সম্পাদক রানা দাশ, কোষাধ্যক্ষ রিটন সিংহ সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার পরে রিজার্ভ বাজার সার্বজনীন পুজা মন্ডপ ও আসামবস্তী পুজা মন্ডপ পরিদর্শন করেন।