\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রাঙ্গামাটির পুজা মন্ডপ পরিদর্শন কালে রাঙ্গাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্ল্যাহ বলেন সম্প্রীতির শহর রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসের আমেজ বইছে। আগামী ২৮ তারিখ থেকে এই উৎসব যাতে প্রাণের উৎসব হয় সেই দিকে আমাদের সকলকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি রাঙ্গামাটির মন্ডপের উৎসবের আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এ সময় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, কালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য সচিব সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নন্দন দেবনাথ, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির উৎসব কমিটির সভাপতি রাজন রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মন্দিরের প্রতিমা তৈরী সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন।