রাঙ্গামাটির স্বাস্থ্য সেবা পরিদর্শণে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

স্বাস্থ্য বিভাগের (বিশ্ব স্বাস্থ্য) স্বাস্থ্য সেবা বিভাগ, অতিরিক্ত সচিব, শেখ মোমেনা মনির নেতৃত্বে একটি টিম ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

বিসিসিএম তত্ত্বাবধান পরিদর্শন এর অংশ হিসেবে নিয়ন্ত্রন তদারিক টিম টি রাঙ্গামাটি পার্বত্য জেলার যক্ষা, ম্যালেরিয়া, এইডস কার্যক্রম সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে সফরে এসেছেন।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশিদ, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোঃ আব্দুল আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব মোঃ মহিউদ্দিন আল হেলাল, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এম বি ডি সি পরিচালক ডা: মোহাম্মদ আলী হাবিব, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এন টিপি, মনিটরিং এন্ড ইভালুয়েশন এক্সপাট ডা: আহমাদুল হাসান খান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিগণ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এসে পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি, (সংযুক্ত)-রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: কাইয়ুম তালুকদার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতারের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান সহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শনের পূর্বে হাসপাতালের বিভিন্ন সেবা, প্রশাসনিক কার্যক্রম, নতুন ভবন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমের পরিদর্শন করা হয়।
ধন্যবাদ।

এ সময় হাসপাতালের সিনিয়র -জুনিয়র চিকিৎসকগন, কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।