\ নিজস্ব প্রতিবেদক \
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন মঠ মন্দিরের ও উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াত।
গতকাল রাঙ্গামাটি জেলা ইসলামিক সেন্টারে রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটির বিশিষ্ট আইনজীবি ও রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এ্যাডভোকেট মোখতার আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন রাঙ্গামাটি র্পাবত্য জলো পরষিদ সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরষিদ বাংলাদশে রাঙ্গামাটি জলো শাখার সভাপতি দয়াল দাশ, বাংলাদশে পুজা উদযাপন পরষিদ রাঙ্গামাটি জলো শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, শারদীয় র্দুগোৎসব সমন্বয় কমিিট ২০২৫ আহবায়ক বরুণ চন্দ্র রায়, বাংলাদশে পুজা উদযাপন পরষিদ রাঙ্গামাটি জলো শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শারদীয় র্দুগোৎসব সমন্বয় কমিিট ২০২৫ সদস্য সচবি সুব্রত দে, বাংলাদশে পুজা উদযাপন পরষিদ রাঙ্গামাটি জলো শাখার সাংগঠনকি সম্পাদক সাংবাদিক নন্দন দবেনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো: মনছুরুল হক।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি পৌর এলাকার ১৫ টি মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত থেকে স্ব স্ব মন্দিরের মতামত তুলে ধরেন।