জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

রাঙ্গামাটি
। শিপ্রা দেবী।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) নানিয়ারচর জোনের আওতাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পে নানিয়ারচর উপজেলার ৪৫০ জন পাহাড়ি এবং ১৩০ জন বাঙালিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সোমবার ২৮ জুলাই ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন, ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ শিশুদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল- মোঃ মশিউর রহমান, পিএসসি, ক্যাপ্টেন মোঃ আশিকুজ্জামান আরএমও ১৭ ইবি, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, এএমসি, ডা. মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদার ও সেনা অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।