দেবী দূর্গার আগমনী বার্তাকে স্বাগত জানিয়ে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে খুঁটি পূজা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

দেবী দূর্গার আগমনী বার্তাকে স্বাগত জানিয়ে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় দেবী দুর্গার প্রতিমার খুঁটি, বেনা ও মাটির পূজার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি দয়াল দাশ। এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, শ্রী শ্রী গীতাশম মন্দিরের পুরোহিত পুলক চক্রবতী, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, সহ-সভাপতি ও সাংবাদিক নন্দন দেবনাথ, গীতাশ্রম মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি রানা দাশ, সাধারণ সম্পাদক রকি দেবনাথ, কোষাধ্যক্ষ রিটন সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁটি পূজা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ আচার যা প্রতিমা ও মন্ডপ তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে ধরা হয়। এই পূজার মাধ্যমে পূজা মন্ডপ তৈরির জন্য প্রয়োজনীয় স্থান চিহ্নিত করা হয় এবং পূজা শুরু করার জন্য অনুমতি চাওয়া হয়। এই পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হয় যে, পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ভক্তরা যেন ভক্তিভরে দেবীর পূজা করতে পারে।