রাঙ্গামাটি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ও বিআরটএ কতৃপক্ষকে নির্দেশনা
\ শিপ্রা দেবী \
রাঙ্গামাটি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ও বিআরটএ কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
আজ রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পাঠান মোঃ সাইদুজ্জামান, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।