রাঙ্গামাটিতে তিনদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাঙ্গামাটি

\ শিপ্রা দেবী \

রাঙ্গমাটিতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেবা হবো বিশ^ময়’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা জিমনেশিয়াম হলরুমে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আকতার।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো: সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মেলার প্রায় ৩০টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছেন।