\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প বিকাশে এবং সেবা দিতে এখানে আগত পর্যটকদের আতিথিয়তা প্রদানে যাত্রা শুরু করেছে পাতায়া রেস্তোঁরার।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাঙ্গামাটির বিএম ২ শপিং কমপ্লেক্সে এই রেস্তোঁরার উদ্ভোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় বনরূপা ব্যবসায়ী সমিতির আহবায়ক জসিম উদ্দীন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের সদস্য মিল্টন বাহাদুর, পাতায়া রেস্তোরাঁর স্বর্তাধিকারী সমরজিত দাশ গুপ্ত এবং সমর কান্তি দে উপস্থিত ছিলেন।
পাতায়া রেস্তোরাঁর স্বর্তাধিকারী সমরজিত দাশ বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কথা চিন্তা করে দেশী বিদেশী খাবারের সমারোহ নিয়ে আমরা এই রেস্তোরাঁ চালু করেছি। এখানে আসা ভোজন রশিকরা সব ধরনের খাবারের স্বাদ নিতে পারবে। আশা করছি এই রোস্তারাঁ ভোজন রশিকদের আশা পুরণ করতে পারবে।
উদ্ভোধন কালে জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, এখানকার পর্যটন শিল্পকে আরো উন্নত করতে এখানে উন্নত মানে রেস্তোরাঁর প্রয়োজন ছিলো। আর আজ এই পাতায়া রেস্তোরাঁ যাত্রা শুরুর মাধ্যমে আমি মনে করি এখানে যে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য দেখতে আসে তারা এই পাতায়ার আতিথিয়তা গ্রহনের মাধ্যমে এইখানের পর্যটন শিল্প বিকাশে বিরাট ভুমিকা পালন করবে। এছাড়া পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে আশা পর্যটকরা যাতে সুনামের সাথে রাঙ্গামাটির বাইরের পর্যটকদের সুনাম ধরে রাখতে খাবারের গুণগত মান ধরে রাখতে হবে।