॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা। ১৮ই নভেম্বর সোমবার, ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় “অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি)” প্রকল্পের মাধ্যমে এই সেবা কার্যক্রম প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে চিকিৎসা সেবা কার্যক্রমে দুর্গম বালুখালী ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া সেবা গ্রহণকারী চিকিৎসকদের মাঝে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করেন সংস্থাটি।
রাঙ্গামাটি সদরে প্রকল্পটির বাস্তবায়নকারী বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্টে এসোসিয়েসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা। সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমাসহ পিআরএলসি প্রকল্পের মনিটরিং অফিসার প্রবির চাকমা, টেকনিক্যাল অফিসার শিখা চাকমা, প্যারামেডিক দীপ্তা চাকমাসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ২০২৩ইং সালের অক্টোবর মাস থেকে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী, বন্দুকভাঙ্গা ও মগবান ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে সরকারী সেবাদানকারী বিভাগের পাশাপাশি প্রকল্পভুক্ত পরিবারগুলোর মাঝে জলবায়ু সহনশীল জীবিকায়ন, পুষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারগুলো যাতে আর্থ-সামাজিক উন্নয়নে এবং দারিদ্রতা কমিয়ে আনতে ভূমিকা রাখতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে।
প্রথান অতিথির বক্তব্যে বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসৃকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “দুর্গম এলাকায় এইধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম সত্যি প্রশংসনীয় এবং অনুপ্রেরণীয়।” যদি সুযোগ থাকে আরও এইধরনের কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। উক্ত কর্মসূচিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।