শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে শারদীয় দূর্গোৎসব কমিটি গঠন

রাঙ্গামাটি

রাজু প্রসাদ দে সভাপতি, বিষু ঘোষ সাধারণ সম্পাদক ও উজ্জ্বল দত্ত কোষাধ্যক্ষ

\ নিজস্ব প্রতিবেদক \

শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে ২০২৪ খ্রিষ্টাব্দ, ১৪৩১ বঙ্গাদ্ধের শারদীয় দূর্গোৎসব কমিটি গঠন করা হয়েছে। শ্রী শ্রী গীতাশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি রাজু প্রসাদ দে’কে সভাপতি, যুগ্ম সম্পাদক বিষু ঘোষকে সাধারণ সম্পাদক ও উজ্জ্বল দত্তকে কোষাধ্যক্ষ করে এই উৎসব কমিটি ঘোষণা করা হয়।

০৭ জুন শুক্রবার সান্ধ্যায় শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে মন্দির পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গীতাশ্রম মন্দিরের উপদেষ্টা নিখিল কুমার দে, উপদেষ্ঠা রায় গোপাল ঘোষ রায়, সহ-সভাপতি যজ্ঞেশ^র ধর, সহ-সভাপতি পুলক দে, সহ-সভাপতি রাজু প্রসাদ দে, সহ-সভাপতি নন্দন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সনাতন সম্প্রদাযের বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোসব আগামী ৮ অক্টোবর ২১ আশি^ন পঞ্চমী তিথির মধ্যে দিয়ে শুরু হবে। আগামী ৯ অক্টোবর ২২ আশি^ন মহা ষষ্ঠী, ১০ অক্টোবর ২৩ আশি^ন মহা সপ্তমী, ১১ অক্টোবর ২৪ আশি^ন মহা অষ্টমী, ১২ অক্টোবর ২৫ আশি^ন মহা নবমী ও তিথি অনুসারে একই দিন ১২ অক্টোবর ২৫ আশি^ন বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। পরের দিন বিজয়া দশমীর শোভাযাত্রার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোসবের সমাপ্তি ঘটবে।