জাতীয় গ্রন্থাগার দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মাট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রæয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সুনীল ময় চাকমা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে গ্রন্থাগারের ভুমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগার মুখি হওয়ার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর মনে