রাঙ্গামাটিতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ

রাঙ্গামাটি

প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য চাষের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে— মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান

\ নিজস্ব প্রতিবেদক \

প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য চাষের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য চাষীদের আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান। তিনি বলেন, পার্বত্য রাঙ্গামাটি হচ্ছে মিঠা পানি মাছের অভয়াশ্রম। এই খানের মাছ সারা দেশে প্রচুর চাহিদা রয়েছে। তাই যদি জেলার বিভিন্ন ক্রীক ও পুকুরে সঠিক ভাবে মাছে চাষ করা যায় তাহলে নিজেদেরকে স্বাবলম্বীর পাশপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার ৯ নভেম্বর সিনিয়র রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে মৎস্য চাষীদের ৩ দিনের প্রশিক্ষনের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন।

রাঙ্গামাটি জেলা অফিসের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধির চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল হাসান, রাঙ্গামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ^র চাকমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সিনিয়র জেলা মৎস্য অফিসার মোহাম্মদ এরশাদ বিন শহীদ।

এর আগে রাঙ্গামাটি জেলার দুটি প্রদর্শনী পুকুরের জন্য দুটি প্রতিষ্ঠানকে ৪৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা, মাছের খাদ্য, চুন ও সার এবং দুটি জাল দেয়া হয়েছে।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।