মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে রাঙ্গামাটি মৎস্য দপ্তরের অভিযান কারেন্ট জাল জব্দ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কাপ্তাই লেক ও হাট বাজারে রাঙ্গামাটি জেলা মৎস্য অধিদপ্তরেরর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ভাবে মাছ শিকারের অভিযান ও রাঙ্গামাটি হাট বাজার গুলোতে পোনা মাছ বিক্রি না করার জন্য সচেতনতা মুলক প্রচালণা চালানো হয়।

রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহণ করেন রাঙ্গামাটি সদর ্উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি জেলা মৎস্য দপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শহীদ, বিএফডিসি প্রতিনিধি, নৌ পুলিশ বৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গতকাল সকাল থেকে রাঙ্গামাটি শহরের কাপ্তাই লেকের রাজদ্বীপ, পর্যটন এলাকা, আাসামবস্তি ব্রীজ এলাকা, বড়াদাম বিলে মোবাইল কোর্ট পরিচালনার করে। এ সময় অবৈধ ভাবে করেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় প্রায় ২২০০ মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়। এ সময় জব্ধ কৃত জাল গুলো পোড়ানো হয়।