রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্তি ঘোষণা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আগামী ৭ অক্টোবর পরিষদের সম্মেলনের তারিখ ঘোষণা করায় শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটি দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা ও দীর্ঘদিন ধরে নির্বাচন না দেয়ায় এবং ২০১৭ জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে সৃষ্টি জটিলতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকে বয়কট করে রাঙ্গামাটি জেলার মন্দির গুলো। ঐ দিনের সকল মন্দির কমিটির উপস্থিতিতে রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদ গঠন করা হয়। ঐ দিনই কমিটির সকল নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটি যে দিন বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের আয়োজন করবে সেই দিনই রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ বিলুপ্ত ঘোষণা করবে। কথা রেখেছে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শুক্রবার শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের কমিটি বিলুপ্ত ঘোষনা ও আয় ব্যয় হিসাব উপস্থাপন বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের আশীষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদে শেখর সেন, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের আশীষ কুমার দে, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের পরেশ মজুমদার, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের চন্দন কুমার দে, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের বিমল দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে বলেন, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ কথা রেখেছে। গঠন করার দিনে যে শপথ নিয়েছে আজ তা অক্ষরে অক্ষরে পালন করেছে। পার্বত্য অঞ্চলের অহংকার রাঙ্গামাটি সনাতন সম্প্রদায়ের আশা ভরসার স্থল রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার কে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনে সৃষ্ট জটিলতা নিজ উদ্যোগে রাঙ্গামাটির সনাতন সম্প্রদায়কে একত্রিত করার প্রয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করা যে উদ্যোগে গ্রহণ করেছে তাতে রাঙ্গামাটির সনাতন সম্প্রদায়ে অতীতের সকল ভুল বোঝাবুঝি দুর হবে। এছাড়া নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ বিভিন্ন সময়ে প্রাপ্ত অনুদানের আয় ব্যয় হিসাব বৈঠকে তুলে ধরেন। আয় ব্যয় হিসাবে উদ্ধৃত টাকা সর্ব সম্মতি ক্রমে রাঙ্গামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদকে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।