\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি পৌর এলাকার ১৪ টি পূজা মন্ডপের দায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও নেতৃন্দের সাথে মত বিনিময় করেছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্স মোহাম্মদ আরিফুল আমিন।
গতকাল রাঙ্গামাটি কোতয়ালী থানা কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে এই বৈঠক করেন কোতয়ালী থানা পুলিশ।
এ সময় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে, দশভ’জা মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক তাপস দাশ, স্বর্ণটিলা দুর্গা মন্দিরের সভাপতি কিশোর চৌধুরী, শ্রী শ্রী গীতাশ্রম পূজা মন্ডপের সভাপতি রানা দাশ, সাধারণ সম্পাদক রকি দেবনাথ সহ অন্যান্য মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় কোতয়ালী থানা, অফিসার ইনচার্জ, মোহাম্মদ আরিফুল আমিন বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎসব মূখর পরিবেশে নিরাপদে উদযাপন করার লক্ষে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশিত সকল নির্দেশনা প্রদান করাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দেয়ার জন্য আহবন জানান।
