আগামী ৭ আগষ্ট রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়ন ও পৌরসভায় ৩১ হাজার ২০০ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ৭ আগষ্ট সারা দেশের ন্যায় রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌরসভায় ৩১ হাজার ২০০ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। এই করোনা টিকা কার্যক্রম সফল করতে পৌর মেয়র ও কাউন্সিলারদের নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা টিকা কার্যক্রমের বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রশাসনের এডিএম সহ রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ও পৌর কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি পৌর এলাকার প্রতিটি কেন্দ্রে ২০০ জনকে করোনার টিকা এবং প্রতিটি ইউনিয়নে ৬০০ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। আইন শৃঙ্খলা বানিহীর পাশাপাশি ভোলান্টিয়ারদের মাধ্যমে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।