॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
করোনার স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন (মুক্তিযোদ্ধা) শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগে এর উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে কোরআন তেলোয়াত, দোয়া, মিলাদ মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, শেখ কামাল ছিলেন চিন্তা-চেতনায় অগ্রসর। তিনি ছিলেন দেশ-প্রেমীক,খেলাধুলা ও সাংস্কৃতিক নেতৃত্বের গুনাবলীর ছিলেন (মুক্তিযোদ্ধা) শেখ কামাল । ১৯৭১ সালের তখনকার দালাল চক্র ষড়যন্ত্রকারীরা তাকেও বাঁচতে দেয়নি। শেখ কামাল ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানম-ির ৩২ নম্বর সড়কের বাসভবনে অভিযানের আগ মুহূর্তে তিনি বাড়ি থেকে বের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে থিয়েটার আন্দোলনের প্রথম সারির সংগঠক ছিলেন শেখ কামাল। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচ- উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক দুর এগিয়ে যেত মন্তব্য করে তিনি শোকাবহ আগস্ট ও শেখ কামাল এর স্মৃতি চারণ করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাজেপ সদস্য এড. আশুতোষ চাকমা,মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, ধর্ম বিষযক সম্পাদক নুর হোসেন চৌধুরী,বন ও পরিবশে সম্পাদক শওকত উল ইসলাম,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ,জেলা যুবলীগ সাধারণ ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
পরে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচায,সদস্য সচিব খোকন চাকমাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দরা করোনা সংক্রমণ প্রতিরোধে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।
এছাড়া ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স কার্যলয়ে জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন (মুক্তিযোদ্ধা) শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বেলা এগারটার দিকে জেলা প্রশাসক কার্যলয়ে জেলার বিভাগীয় প্রধানদের সাথে ভার্চুয়াল এর মাধ্যেমে আলোচনা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। আলোচনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আলোচনা শেষে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের কাছে চারা বিতরণ করেন।
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন (মুক্তিযোদ্ধা) শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী,সদস্য এড. আশুতোষ চাকমা, খোকনেশ^র ত্রিপুরা, শতরূপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসাসহ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ভাচুয়াল মিটিং এ অংশ নেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
#