পার্বত্য দুর্গম এলাকার দরিদ্র মানুষের আত্মকমসংস্থার সৃষ্টি করা গেলেই তাদের দারিদ্রতা দুর করা সম্ভব— রেমলিয়ানা পাংখোয়া
\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য দুর্গম এলাকার দরিদ্র শ্রেণীর সাধারণ মানুষের আত্মকমসংস্থার সৃষ্টি করা গেলেই তাদের দারিদ্রতা দুর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, পার্বত্য এলাকার দুর্গম এলাকার মানুষরা খুবই অল্পতেই সন্তুষ্ট হয়। তাদের দুর্গমতাকে চিন্তা করে তারা যেই কাজ করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে আমাদের তাই চিন্তা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের চিন্তা শক্তিকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই পার্বত্য দূর্গম এলাকার দরিদ্র শ্রেণীর মানুষকে স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য মানুষের অহংকার জননেতা দীপংকর তালুদারের নির্দেশনায় গবাদি পশু বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় দরিদ্র মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থার সৃষ্টি লক্ষে গাভী বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাস তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ইউএনডিপি এসআইডি-সিএইচটি প্রকল্পের কর্মকর্তা জয় খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় উপজেলার ১০ জন দরিদ্র মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থার সৃষ্টি লক্ষে গাভী বিতরণ করা হয়।