জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনাসভা

রাঙ্গামাটি

বৈশ্ব্যিক মন্দাভাব কেটে গেলে কাপ্তাই হ্রদের ড্রেজিংএর কাজ শুরু করা হবে—- দীপংকর তালুকাদর
\ নিজস্ব প্রতিবেদক \
কাপ্তাই হ্রদের ডেজিং এর জন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বৈশ্ব্যিক মন্দাভাব কেটে গেলে হ্রদের ড্রেজিংএর কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন দেশ মাছ উৎপাদনে এগিয়ে গেছে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে আমাদের সকলকে আরো এগিয়ে আসতে হবে। এছাড়া কাপ্তাই হ্রদে মাছের অভয়াশ্রম গুলোতে যাতে কেউ মাছ শিকার করতে না পারে বিএফডিসিকে কড়া নজরদারি রাখতে হবে।


২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার একথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, জেলা মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।


এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ইলিপন চাকমা, জেলা মৎস্য জীবি লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য উদয়ন বড়–য়া, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে রাঙ্গামাটির সফল তিনজন চাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন সদর উপজেলার সাপছড়ির মানিক্য কিশোর চাকমা, বাঘাইছড়ির মুহাম্মদ মোকতার হোসাইন, লংগদুর মোঃ আবু নাছির।
#
নন্দন দেবনাথ
রাঙ্গামাটি-২৫-০৭-২০২৩