পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে আমাদের সকলকে সংবর্দ্ধ ভাবে কাজ করতে হবে—- দীপংকর তালুকদার
\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে উদ্বোধন করা হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ।
শনিবার( ১৯ জুলাই) সকালে শহরের তবলছড়ি ডি এসবি কলোনী এলাকায় অবস্থিত লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজটি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, দৈনিক গিরি দর্পন সম্পাদক আলহাজ্ব একে এম মাকসুদ আহমেদ, জেলা পরিষদ সদস্য ও লেক সিটি নার্সি এন্ড মিডওয়াইফারি কলেজের চেয়ারম্যান সুবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, লেক সিটি নার্সি এন্ড মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ মার্গেটও রোজারিও, নাসিং ইনর্চাজ ক্রিসনা চাকমা সহ নাসিং কলেজের প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী, অবিভাবক ও ছাত্র -ছাত্রীবৃন্দ।
দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে আমাদের সকলকে সংবর্দ্ধ ভাবে কাজ করতে হবে। সরকারের প্রচেষ্টা গুলোকে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি ভালো কাজে যদি মানুষে সহযোগিতা পাওয়ায় তাহলে আরো ভালো কাজ করতে মানুষ আগ্রহী হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে বড়ে[া দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক দল আছে তারা রাজনীতি করুক কিন্তু পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করতে গেলে সেখানে কেন বাধা দেবে। সরকারের উন্নয়ন কাজ হচ্ছে সেখান থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। মন্দির, মসজিদ, পেগোডা, বৌদ্ধ বিহার, রাস্তা, হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে তারা চাঁদাবাজী করছে। এই সকল বন্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে আমাদের সকলকে সমান ভাবে এগিয়ে আসতে হবে। তা না হলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়।