সনাতন সম্প্রদায়র দর্শণ, রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলে বলেই সনাতনী সমাজ আজ অনেক সুন্দর—- দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সনাতন সম্প্রদায়র দর্শণ, রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলে বলেই সনাতনী সমাজ আজ অনেক সুন্দর বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, ভারতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চুড়ায় পতাকা বাতাসের বিপরীতে উড়ো সেই রহস্য আজো কেউ উন্মোচন করতে পারেনি। নেপালের কৈলাশ পর্বত্য নিয়ে এখনো অনেক রহস্য রয়েছে। তার পরও মহাভারতের শকুনীর যে চাল সেই চালে পান্ডাব ও গৌরবের দুভাগ করে দিয়েছে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে দিয়েছে। আমাদের সমাজেও সেই শকুনী মামা রয়েছে। তাদের থেকে আমাদেরকে দুরে থাকতে হবে। তাদের চিহ্নিত করে সমাজকে বাচিয়ে তোলার আহবান জানান তিনি।
গতকাল শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে দীপংকর তালুকদার এই কথা বলেন।
শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ দাশের সভাপতিত্বে অণুষ্ঠিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার, বাংলাদেশ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক, শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সার্ধশত বার্ষিকী অনুষ্ঠানের আহবায়ক সঞ্জিত চৌধুরী, সদস্য সচিব স্বপন কান্তি মহাজন, প্রকাশনা কমিটির আহবায়ক অঞ্জন কুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রক্ষা কালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ দে টিটু।
আলোচনা সভা শেষে সার্ধশত বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের অনুষ্ঠান মালা ও মন্দিরের ইতিহাস নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

