রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িক কোন শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবে না—- দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্মীয় সংগীত গীতাপাঠ, নাম কীর্ত্তণ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজার হাজার ভক্তের অশ্রু সিক্ত আনন্দের মধ্যেদিয়ে মাসির বাড়ী থেকে নন্দালয়ে যাত্রা করেছেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। দীর্ঘ ৯ দিন ব্যাপী মাসির বাড়ী অবস্থান শেষে ভক্ত কুলকে কাঁদিয়ে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মা ফিরে গিছেন। সনাতন সম্প্রদায়ের লোকজন আজ এই যাত্রাকে ফিরতী রথযাত্রা বলে আখ্যায়িত করে।
এ উপলক্ষে আজ সকাল থেকে রাঙ্গামাটি রাধা রাসবিহারী ধাম, শ্রী শ্রী গীতাশ্রম ও নানিয়ারচর জগন্নাথ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিন ভর ঠাকুরের ভোগরের মাধ্যমে ঠাকুরকে নিবেদন করবে সনাতন সম্প্রদায়ের মানুষ। বিকাল ৪ টায় জগন্নাথ, বলরাম ও শুভদ্রা ম কে রথে চাপিয়ে নন্দালয়ে নিয়ে গেছে ভক্তবৃন্দ।
এর আগে ২৮ জুন বুধবার দুপুরে রাধা রাসবিহারী ধামে ফিরতী রথের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন, রাধা রাসবিহারী ধামের পরিচালনা কমিটির সভাপতি নিপতি পাল সহ অন্যান্য ধর্ম প্রাণ নর নারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বনরূপা রাসবিহারী মন্দির থেকে রাঙ্গাপানি রাধা রাসবিহারী মন্দিরে নিয়ে গিয়ে রথ যাত্রার সমাপ্তি ঘটবে।
ফিরতি রথের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, সকল সম্প্রদায়ের সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সব সময় উঠে পড়ে আছে। এই সম্প্রীতির দেশে পাহাড়ী বাঙ্গালী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল সম্প্রদায়ের বসবাস। এই দেশের স্বাধীনতা সংগ্রামের সকল সম্প্রদায়ের অবদান রয়েছে। তেমনি যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্ম যার যার হলেও রাষ্ট্র সকলের। এই রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িক কোন শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবে না। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মাকে নিয়ে রথযাত্রা গৌর নিতাই মন্দিরে রওনা হয়েছে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নর নারী। ফিরতী রথ যাত্রার উদ্বোধন করেন শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পুরোহিত পুলক চক্রবর্তী।
নানিয়ারচর জগন্নাথ মন্দির ও বুড়িঘাট জগন্নাথ মন্দিরে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিকালে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মা নিয়ে ফিরতি রথ যাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল জগন্নাথ দেবের পূজা, ধর্মীয় আচার অনুষ্ঠান নাম কর্তীণের মধ্যে দিয়ে ঠাকুরকে পুজা করা হয়।