পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে— অংসুইপ্রু চৌধুরী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পাহাড়ের উৎপাদিত পন্য সামগ্রী অনলাইনে বিক্রির মাধ্যমে পার্বত্য রাঙ্গামাটিতে অনেক উদ্যোক্ত সৃষ্টি হয়েছে এই উদ্যোক্তা গুলোকে আরো এগিয়ে নিতে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া পার্বত্য অঞ্চলের সংস্কৃতি বিকাশের জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। সংগঠন গুলোর প্রতি বর্তমান সরকার হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
রবিবার (২৫ জুন) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠন ও নারী উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ঝর্ণা খীসা, সদস্য সবির কুমার চাকমা, সদস্য আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
পরে রাঙ্গামাটির চাকমা জনগোষ্ঠীর জুম ঈসথেটিকস কাউন্সিলকে ৯ লক্ষ টাকা, মারমা জনগোষ্ঠীর মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)কে ৮ লক্ষ টাকা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনকে ৫ লক্ষ টাকা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থাকে ৫ লক্ষ টাকা, পাংখোয়া সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেমনকে ৫ লক্ষ টাকা, বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থাকে ৩ লক্ষ টাকা, অহমিয়া সংস্কৃতি সংস্থাকে ১ লক্ষ টাকা, গুর্খা সংস্কৃতি সংস্থাকে ১ লক্ষ টাকা, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীকে ৩ লক্ষ টাকাসহ ৮ সংগঠন ও শিল্পকলাকে ৪০ লক্ষ টাকা এবং রাঙ্গামাটি জেলার ১০০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা বিতরণ করেন।