রাঙ্গামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়-ক্ষতি ঠেকাতে জনসাধারনকে সচেতন করার পাশাপাশি মোখা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।