রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সকল মামলার তথ্যে জন্য অনলাইন কার্যক্রম চালু

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সকল মামলার তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এম্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম আওতায় গত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে অনলাইন কার্যক্রমের মাধ্যমে মামলা সংক্রান্ত সকল তথ্য পেতে সাধারণ বিচার প্রার্থীদের অ্যাপের সহায়তা নেয়ার আহবান জনানো হয়েছে।

মামলার বাদী, বিবাদীগন ও মামলা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে App আমার আদালত এবং causelist.judiciary.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে মামলার তথ্য দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিসিয়ালা ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান পুনম জানান, পার্বত্য এলাকার দুর্গম এলাকার বিচার প্রার্থীরা তাদের মামলার অবস্থান সম্পর্কে জানতে হলে অর্থ ব্যয় করে রাঙ্গামাটি আদালতে আসতে হয়। সরকারের এই অ্যাপ চালুর মাধ্যমে তারা তাদের মামলার কী অবস্থা তার ঘরে বসে মোবাইল ও অনলাইনের মাধ্যমে জানতে পারবে। তাদেরকে আর আদালতে এসে হয়রানীতে পরতে হবে না। মামলার নির্দিষ্ট দিনেই আদালতে এসে তাদের মামলার তদারকি করতে পারবে।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৩ এর বিজ্ঞপ্তি নং ১০.০০.০০০০.১২৭.২৯.০০১.২২.১৭ তারিখ ১২.০২.২০২৩ খ্রিঃ এর নিদেশনা মোতাবেক বিগত এপ্রিল মাসের মাঝামাঝিতে রাঙ্গামাটি জেলার আদাল সমূহের দৈনিক কার্য তালিকা (কসলিস্ট) Online Causelist Management System (OCMS) এর App এ প্রদর্শিত হচ্ছে। এই ওয়েব সাইটে রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতের প্রত্যেক আদালতের দৈনিক বিচার কর্যক্রম অর্থাৎ প্রতিদিন মোকদ্দমার তারিখ, রায়, আদেশ এবং হালনাগাদ তথ্যাদি যাবে। বিচার প্রার্থী জনগন তাদের মামলা ধার্য্য দিন সহ বিভিন্ন তথ্য এই পাবেন।