সাধারণ বিচার প্রার্থীদের দৌড় গোড়ায় আইনী সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় লিগ্যাল এইড কার্যক্রম চালু করা হয়েছে— দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সাধারণ বিচার প্রার্থীদের দৌড় গোড়ায় আইনী সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় লিগ্যাল এইড কার্যক্রম চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালকদার এমপি। তিনি বলেন, এই লিগ্যাল এইডের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষও সেবা পাচ্ছে। এর ফলে মামলার জটও কমছে। লিগ্যাল এইডের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের আরো মানুষ যাতে সেবা পায় তার জন্য তাদের কার্যক্রমে আরো শক্তিশালী করা হবে।
২৮ এপ্রিল শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবসের র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীতাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান , জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ সহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ সহ লিগ্যাল এইড এর সেবা গ্রহীতাবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, লিগ্যাল এইডের কার্যক্রমের মাধ্যমে আপোষে বিরোধ মীংমসা করায় আদলতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে মানুষের মাঝে দ্বন্ধ সংঘাত কমে আসবে। সকল মানুষ সম ভাবে আইনী সহায়তা পাবে। লিগ্যাল এইডের এই কার্যক্রম যাতে আরো বাড়ানো যায় সে বিষয়ে আমাদের আরো ভাবনা রয়েছে। তিনি বলেন, লিগ্যাল এইড যদি আরো স্বতন্ত্র ভাবে কাজ করতে পারে তার জন্য আমাদের সর্বতা¥ক সহযোগিতা থাকবে।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আসহায় দুস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। লিগ্যাল এইড এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিচারপ্রার্থী মানুষের আশার দুয়ার তৈরী হয়েছে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরো যাতে বেগবান করা যায় তার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ তার বক্তব্যে বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি জানায় জেলায় ১৩৭৮ টি আপোষ বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১৩১৬ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আপোষ বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৩৯ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত এক বছরে জেলায় প্রথম বারেই কোন এনজিওর প্রকল্প ছাড়া ১০ উপজেলায় ৩০ টি ইউনিয়নে কাজ করছে।
এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।