বরুনাছড়ি জোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অবসর জনিত বিদায় এবং বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী

রাঙ্গামাটি

নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদের ভিত্তি তৈরী করতে হবে—- সবির কুমার চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদের ভিত্তি তৈরী করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলার আওয়ামীলীগের নেতা সবির কুমার চাকমা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের শিক্ষা গ্রহণের জন্য সরকার প্রতিটি স্কুলে ল্যাপটপ প্রদান করছে। যাতে মাল্ডিমিডিয়া ক্লাসের মাধ্যমে ক্লাসের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করতে হবে।

২০ মার্চ সোমবাার বরুনাছড়ি জোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অবসর জনিত বিদায় এবং বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলে।

বরকল উপজেলার ১ নং শুভলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমার সভাপতিত্বে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরকল উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, বরকল উপজেলার ইউআরসি ইন্সক্ট্রাক্টর মোঃ মোরশেদুল আলম ও বিদায়ী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন ও মোহাম্মদ আব্দুল জলিল বক্তব্য রাখেন।

পরে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দিয়ে তার শিক্ষাকতা জীবনের বিদায় জানান স্থানীয় লোকজন ও স্কুল কমিটি।

এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।